শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া; বগুড়ায় প্রার্থী তালিকা ঘোষণা

প্রকাশিত: ২০২৫-১১-০৪ ১০:২৭:০৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এবার বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

৩ অক্টোবর, ২০২৫ সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সারাদেশের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।

 

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,
“দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচনের পথে এগোচ্ছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে অংশ নিচ্ছে। প্রাথমিকভাবে ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলো প্রার্থী দেবে, সেখানে বিএনপি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করবে।

 

বগুড়ায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা
বৈঠকে ঘোষিত বগুড়া জেলার প্রার্থী তালিকা অনুযায়ী—
বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম
বগুড়া-২: স্থগিত (পরে ঘোষণা করা হবে)
বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার
বগুড়া-৪: মোশাররফ হোসেন
বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ
বগুড়া-৬ (সদর): তারেক রহমান
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর): বেগম খালেদা জিয়া

 

দলীয় সূত্রে জানা গেছে, এই প্রাথমিক প্রার্থী তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে। এরপর প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে প্রার্থী হওয়া দলের জন্য প্রতীকী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কর্মী ও ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টিতে ভূমিকা রাখবে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭