রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

Logo
Logo

রাজনীতি

সাউথ আফ্রিকা বিএনপির নেতা আজম ও লিটন পেলেন সংবর্ধনা

মাছুদুর রহমান মিলন, ভ্রাম্যমান প্রতিনিধি: 
সাউথ আফ্রিকা প্রবাসী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজম খান ও সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটনকে সংবর্ধনা দিল দেশবাসী। আজ সকাল নয়টার সময় সাউথ আফ্রিকা থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছালে তাদের স্বাগত জানান দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতা-কর্মী-সমর্থকবৃন্দ।

 

এসময় ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর, মুন্সিগঞ্জ জেলার কর্মী-সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পন করেন দুই নেতা। পরে দোয়ার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে। 

 

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আজম খান বলেন, বিএনপি সকল কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচনের পূর্বে কোন ধরনের চক্রান্ত যেন বিগত ফ্যাসিস্ট হাসিনা আর না করতে পারে।

 

সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, পাঁচ আগষ্টের পর আমরা স্বাধীনভাবে চলাচল ও কথা বলতে পারছি। নির্বাচন না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।ফ্যাসিস্ট হাসিনার সকল যড়যন্ত্র মোকাবেলা করতে হবে। 

 

এ সময় প্রায় পাঁচ হাজার কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

জনপ্রিয়

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭