বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

Logo
Logo

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করবে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২০২৫-০৩-২১ ০০:১৯:২০

News Image

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করবে এবং কোনো দাবির কারণে ভোট বিলম্বিত হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ড. কমফোর্ট ইরো।

 

অধ্যাপক ইউনূস বলেন, সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং এই তারিখগুলো পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি ব্যাখ্যা করেন, রাজনৈতিক দলগুলো যদি সীমিত সংস্কার চায়, তাহলে নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। তবে বড় পরিসরে সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে আয়োজন করা হবে।

 

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে দলের যেসব নেতা হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধে অভিযুক্ত, তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে।

 

এ ছাড়া জাতিসংঘের একটি অনুসন্ধানী প্রতিবেদনে গত জুলাই মাসের আন্দোলনের সময় সম্ভাব্য অপরাধের কথা উল্লেখ করার পর আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হতে পারে বলেও জানান ইউনূস। তিনি বলেন, এটি একেবারে আলোচনার মধ্যে রয়েছে।

 

প্রধান উপদেষ্টা আরো জানান, ঐকমত্য কমিশন বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। সরকারের নীতিমালা নির্ধারণে গৃহীত জুলাই চার্টার চূড়ান্ত করার জন্য আলোচনা চলছে বলে জানান তিনি।

 

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা এই সপ্তাহে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেপ্তারকে স্বাগত জানান এবং এটিকে শরণার্থী শিবিরে শান্তি ও স্থিতিশীলতার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

 

তারা রাখাইন রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোরও আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সহায়তা সংগ্রহের চেষ্টা করছে এবং আসন্ন বিশেষ জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণের আশাবাদ ব্যক্ত করেছেন।

 

ড. কমফোর্ট ইরো বাংলাদেশ ও তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় তার সংস্থার সমর্থনের কথা জানান।


অধ্যাপক ইউনূস আলোচনা শেষে বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে তিনি দুঃখ প্রকাশ করেন যে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার মূলত ভারতীয় গণমাধ্যম থেকেই আসছে।
 





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭