শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

আলোচিত খবর

ইডেনের ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ: গ্রেপ্তার সংগীতশিল্পী নোবেল 

প্রকাশিত: ২০২৫-০৫-২০ ১৭:৪৪:১৯

News Image

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
জনপ্রিয়তা এবং বিতর্ক—দুইই যেন সমান্তরালে চলেছে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল–এর জীবনে। সা রে গা মা পা’য় তৃতীয় স্থান অর্জন করে ভারত-বাংলাদেশ জুড়ে যাত্রা শুরু করা এই গায়ক আবারও গ্রেপ্তার হয়েছেন, এবার নারী নির্যাতনের মামলায়। 

 

ঢাকার ডেমরার শারুলিয়ার আমতলায় নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে হাজির করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সোমবার (১৯ মে) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একটি ফোন আসে। সাড়া দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক তরুণীকে উদ্ধার করে। ওই নারী থানায় উপস্থিত হয়ে ধর্ষণ, পর্নোগ্রাফি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। এরপর রাতেই ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

 

থানার তদন্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নোবেল এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামাচ্ছেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযোগের ভিত্তিতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়।

 

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংগীত জীবনের শুরুটা যতটা আলোচিত ছিল, ব্যক্তিগত জীবন ও আচরণ ততটাই বিতর্কিত। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনায় আসেন নোবেল। তবে তার মাদকাসক্তি ও অস্থির আচরণ সে সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি। ২০২৩ সালের শেষদিকে আবার বিয়ের খবরে সংবাদের শিরোনাম হন তিনি।

 

নোবেল এর আগেও ২০২৩ সালের মে মাসে প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আগাম টাকা নিয়েও উপস্থিত না হওয়ায় এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন।

 

তার উচ্ছৃঙ্খল আচরণ শুধুমাত্র পারিবারিক বা সামাজিক পরিসরেই সীমাবদ্ধ ছিল না। ২০২৩ সালের ২৬ এপ্রিল, কুড়িগ্রামে ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তিতে গান গাওয়ার সময় মঞ্চে অসংলগ্ন আচরণ করায় দর্শক ক্ষুব্ধ হয়ে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় এবং নোবেল আবারও সমালোচনার মুখে পড়েন।

 

সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন টিভি অনুষ্ঠান ও কনসার্টে নিয়মিত উপস্থিত হয়ে নিজের পুরোনো ভুলের বাইরে আসার ইঙ্গিত দিচ্ছিলেন নোবেল। অনেকে ভেবেছিলেন, তিনি হয়তো বদলে যাচ্ছেন। কিন্তু এবার নতুন এক নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়ে আবারও পুরোনো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন এই শিল্পী।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত রিমান্ডে নেওয়ার পরিকল্পনা নেই। তবে তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭