রবিবার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

Logo
Logo

জেলা খবর

ডেভিলদের স্থান কারাগারে, বাহিরে নয় : শাকিলউজ্জামান

প্রকাশিত: ২০২৫-০২-১৫ ১৯:৫১:০৮

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেছেন, ৬ মাসের মধ্যেও সরকার ফ্যাসিবাদি আওয়ামীলীগের খুনিদের আটক করতে পারেনি। তারা এখনো বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছে। আপারেশন ডেবিল হান্টের মধ্যদিয়ে এসব ডেবিলদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ডেবিলদের স্থান কারাগারে বাহিরে নয়। তিনি শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কমিউনিটি সেন্টারে গণঅধিকার পরিষদের নবগঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, আওয়ামীলীগ এ দেশে ছাত্র-জনতার উপর গণ হত্যা চালিয়েছে যারা এদেশের মানুষের উপর গণ হত্যা চালায় তাদের এ দেশে রাজনীতি করবার কোন অধিকার নাই। আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল। তাই আওয়ামীলীগ দলকে নিষিদ্ধ করতে হবে। 

 

আওয়ামীলীগ বিরোধী দলের নেতা-কর্মীদের ধরে নিয়ে আয়না ঘরে বছরের পর বছর নির্যাতন করতো। শেখ হাসিনার নির্যাতনের কাহিনী জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনে উঠে এসেছে। আন্তজার্তিকভাবে শেখ হাসিনার বিচার করতে হবে। 

 

নবগঠিত কমিটির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলার শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া, ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন উজ্জল, গণঅধিকার পরিষদ টাংগাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর, জেলা শাখার সহ সভাপতি মোঃ রুবেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সরকার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় খান প্রমূখ উপস্থিত ছিলেন।
 





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭