শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
বাংলাদেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা কিছুটা কমবে, বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপের প্রভাবে এই পরিবর্তন দেখা যেতে পারে।
০২ নভেম্বর, ২০২৫ রোববার সকালে অধিদফতরের প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থানরত আগের লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এরই মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, এই লঘুচাপের কারণে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তিনি বলেন, “আগামী কয়েক দিনে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে, তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।”
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার (৩ নভেম্বর) থেকে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, অন্যত্র থাকবে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
মঙ্গলবার (৪ নভেম্বর) চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। বুধবার (৫ নভেম্বর) বৃষ্টির পরিধি আরও বাড়বে—চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ছাড়া দেশের বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়কালে দেশের রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে।