শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

আবহাওয়া

প্রচন্ড দাপদাহের পর স্বস্তির বার্তা, টানা তিন দিনের বৃষ্টির পূর্বাভাস

গত কয়েক সপ্তাহের দাবদাহে নাকাল জনজীবনে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে দেশের মানুষ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে একদিকে যেমন তাপমাত্রা কিছুটা কমবে, অন্যদিকে কৃষিকাজেও মিলবে সহায়ক পরিবেশ।

 

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

আবহাওয়া অফিস জানায়, এই বৃষ্টির পেছনে রয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ, যা বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থান থেকেই আর্দ্রতা এবং বায়ুপ্রবাহের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মেঘ গঠন এবং বৃষ্টিপাত হচ্ছে ও হবে।

 

পরবর্তী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাস
• বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে।

 

• বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একইরকম আবহাওয়া বিরাজ করবে। দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে পূর্বের মতোই ময়মনসিংহ ও সিলেট বিভাগের পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

 

যদিও এই বৃষ্টিপাত জনজীবনে স্বস্তি এনে দিতে পারে, তবে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কারণে বাহিরে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা। বিশেষ করে কৃষকদেরকে বৃষ্টির সময় ফসল রক্ষা এবং শিলাবৃষ্টির ক্ষতি মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
 

সর্বশেষ

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭