রবিবার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

Logo
Logo

জেলা খবর

আদমদীঘিতে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক গ্রেপ্তার

প্রকাশিত: ২০২৫-০২-১৬ ২১:২৭:৩০

News Image

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় ফারুক হোসেন (৩০) নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

(১৬ ফেব্রুয়ারী রবিবার) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার ফারুক উপজেলার শাঁওইল বাজারের মৃত মোজাহার আলীর ছেলে ও নশরতপুর ইউপির দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 

 

আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শাঁওইল বাজার এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করেন।  

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।
 





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭