শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
প্রকাশিত: ২০২৫-১০-২৭ ১৯:১৭:১৫
বিশেষ প্রতিনিধি:
ভারতের ১৮ তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬ এর বিচারক হলেন বাংলাদেশের চলচ্চিত্রকার মোঃ আরিফুল ইসলাম। এর আগে তিনি ১৪তম জয়পুর আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব-২০২২, ১৫তম জয়পুর আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব-২০২৩ ও ১৭ তম জয়পুর আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব-২০২ এর বিচারক প্যানেলে ছিলেন। এরই ধারাবাহিকতায় আগামী ১৩-১৫ ফেব্রুয়ারি-২০২৬ ভারতের জয়পুরে অনুষ্ঠিতব্য ১৮ তম জয়পুর আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব-২০২৬ বিচারক হলেন মোঃ আরিফুল ইসলাম।। এটা দিয়ে ভারতের ১১তম চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন মোঃ আরিফুল ইসলাম। সর্বমোট ১২ টা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন তিনি। এর আগে তিনি ২০১৯ সালে আমেরিকার Highway 61 Film Festival-2019 এর বিচারক হিসাবে কাজ করার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ করা শুরু করেন।
এই বিষয়ে মোঃ আরিফুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, ১৮তম জয়পুর আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব-২০২৬ এর বিচারক হিসাবে মো: আরিফুল ইসলামকে তাদের সিলেক্টেড চলচ্চিত্রগুলো দেখে বিভিন্ন ক্যাটাগরিতে নাম্বার প্রদান করে পাঠাতে হবে। ইতিমধ্যে ১ম ধাপের চলচ্চিত্রগুলো দেখার লিংক ও রেজাল্ট সিট মোঃ আরিফুল ইসলামকে প্রদান করেছে উৎসব কর্তৃপক্ষ। এই চলচ্চিত্রগুলো দেখে বিচারের কাজ শেষ করে উক্ত চলচ্চিত্র উৎসবের কৃর্তপক্ষের কাছে পাঠাতে হবে। এইভাবে কয়েকটি ধাপে বিচার কাজ তিনি শেষ করবেন।
বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ করার বিষয়ে মোঃ আরিফুল ইসলাম বলেন, “এটা খুবই সন্মানের বিষয় দেশের বাইরের কোন আর্ন্তজার্তিক চলচ্চিত্র উৎসবের বিচারক হওয়া। আর আমি কাজটা খুবই উপভোগ করি। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার চলচ্চিত্র দেখার মাধ্যমে বিভিন্ন দেশের কৃষ্টি-কালচার সম্বন্ধে জানাও হয়। আমি ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হিসাবে আমেরিকার Highway 61 Film Festival-2019 বিচারক ছিলাম। উক্ত চলচ্চিত্র উৎসেবে আমার বিচারের মাধ্যমে Student Short এ ত্রেুায়োশিয়ার Zoe এবং Drama Short এ হাঙ্গেরীর The Big Shot সেরা চলচ্চিত্রের পুরুস্কার পেয়েছিল।” তারপর তো ভারতের একে একে ৯টা চলচ্চিত্র উৎসবের বিচারক হিসাবে কাজ করলাম। ১৭তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৫ এর বিচারক হিসাবে কাজ করা ধরলে ১০তম বার ভারতের চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ করা হবে।”
উল্লেখ্য, মোঃ আরিফুল ইসলাম নির্মিত স্বল্পদৈর্ঘ্যর ও প্রামাণ্য চলচ্চিত্র এই পযন্ত দেশে-বিদেশের মোট ৪৮টা চলচ্চিত্র উৎসবে প্রর্দশিত হয়েছে। আমেরিকা ও রোমানিয়ার চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কারও পেয়েছে।