শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

অবৈধ বালু পরিবহনের দায়ে ৯ ট্রাক চালককের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশিত: ২০২৫-০৭-০৫ ০০:১৬:২৭

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীর বালু মহাল বিলুপ্ত ঘোষণা করার হলেও অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে বিভিন্ন মেয়াদে ৯ জন ট্রাকচালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বালু বোঝাই ৯টি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

 

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

 

সাজাপ্রাপ্তদের মধ্যে জামির হোসেন (৩২), গাজী শেখ (২৮), রাকিব হোসেন (২২), আব্দুল রাসেল (২৫), জহুরুল ইসলাম খোকন (৪২) ও রুকন (২৭) কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরিফুল ইসলাম সোহাগ (২২), মমিন মিয়া (২০) ও আব্দুল কাদির (৩৩) কে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, বালু মহাল বিলুপ্ত ঘোষণা করার পরও কালাকুমাসহ বিভিন্ন এলাকায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলণ ও পরিবহণ করা হচ্ছিল। এ অবস্থায় অভিযান চালিয়ে ৯ ট্রাকচালককে কারাদণ্ড এবং বালু বোঝাই ট্রাকগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতেও অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭