শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৬-১১ ০০:৪৬:৩০
নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলার রামুর প্রত্যন্ত অঞ্চলের কচ্ছপিয়া ইউনিয়নে অতি দরিদ্র, অক্ষম ও প্রতিবন্ধীদের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করেছে প্রবাসীদের অলাভজনক আন্তর্জাতিক সংগঠন 'কানেক্ট বাংলাদেশ গ্লোবাল' ও 'কানেক্ট বাংলাদেশ ইউকে'।
৯ জুন, সোমবার দুপুর ১টার দিকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪০০ পরিবারের মাঝে এই মাংস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ খিজির। সার্বিক সহযোগিতা ও মাংস বিতরণে অংশ নেন সংগঠনের মহাসচিব নাসিম চৌধুরী এবং বাংলাদেশ প্রতিনিধি গাজী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের পেশাজীবী, সাংবাদিক, সমাজসেবক এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
কানেক্ট বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের সহযোগিতায় আগামী ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, শিক্ষিত ও কম শিক্ষিত জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বাস্তবভিত্তিক প্রকল্প হাতে নেওয়ারও ঘোষণা দেন তাঁরা।