শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

নির্মাণাধীন বিদ্যালয় ভবনের কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২০২৫-০৬-০৯ ১৭:৪৫:৫৬

News Image

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার সকালে চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যাপক আমিনুজ্জামান, ব্যারিস্টার মো. গোলাম নবী, আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, টাঙ্গাইল আইনজীবী সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুরুজ, অবসর প্রাপ্ত পুলিশ সুপার আইন উদ্দিন, চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাকসুদুর রহমান বুলেট, ইউপি সদস্য আশরাফ হোসেন, মহিলা ইউপি সদস্য ফাহিমা প্রমুখ। এ সময় চালা আটিয়া সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

বক্তরা বলেন, একটি কুচক্রী মহল আমাদের বিদ্যালয়ের কাজ বন্ধ করে দিয়েছে। এটি সরকারি স্কুলের কাজ। কিভাবে বন্ধ করে দেয়া হয়? তাদের কত ক্ষমতা যে সরকারি কাজ বন্ধ করে দেয়। এটা এলাকাবাসী কোন ভাবেই মেনে নেবে না। দ্রুত ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান এলাকাবাসী। পাইলিং কাজ শেষ। নতুন ভবন না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন। আমরা চাই কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে হলেও নতুন ভবন খুবই প্রয়োজন। ঐ এলাকার কিছু দুষ্ট ও কুচক্রী মহল চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭