শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
প্রেমের মশাল
--------------
মোঃ লু ৎ ফ র র হ মা ন
------------------------------
এমন প্রেমের মশালখানি
আর কতকাল জ্বলবে বলো
নিশুতিরাতে আঁধার ঘরে
ঝরছে যেনো চাঁদের আলো!
এমন প্রেমের তরিখানি
লাগিয়ে হাওয়া প্রেমের পালে
আর কতকাল ভাসবো বলো
ঢেউ জাগানো সাগর জলে!
এমন প্রেমের হংসমিথুন
জীবন সৃজন খেলার ছলে
আর কতবার মত্ত হবো
শানবাঁধা ওই দিঘীর জলে।
তুমি-
জীবন নদীর কূল ছাপিয়ে
জোয়ার জলে গা ভাসাও
ভাটার কালে শান্ত হয়ে
আমার কূলেই নাও ভিরাও।
তুমি-
গভীর প্রেমের ঝড়ের পরে
স্নিগ্ধ কোমল অরণ্য
তুমিই আমার প্রেমের কমল
তুমি আমার লাবন্য!
তোমার আমার এ প্রেম যেন
অসীম-অমর-অনন্য !