শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

আলোচিত খবর

ওয়ালটন মিলিয়নিয়ার অফারের লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন টাঙ্গাইলের ২ জন

প্রকাশিত: ২০২৫-০৫-০৪ ২৩:৩২:৪৮

News Image

নিজস্ব প্রতিনিধি:

দেশের সর্ববৃহৎ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এর সিজন ২২'র মিলিয়নিয়ার অফারের ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন টাঙ্গাইলের দুইজন।

 

রোববার দুপুরে বিজয়ীদের মাঝে ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটনের ব্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।  বিজয়ীরা  হলেন ওয়ালটন প্লাজা ১ এর ক্রেতা রুবেল খান। সে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের রামদেবপুর গ্রামের মৃত আবু বকর খানের ছেলে। রুবেল খান সম্প্রতি সাড়ে তেতাল্লিশ হাজার টাকায় একটি ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচারটি পান। পেশায় তিনি একজন ফাস্টফুড শপের কর্মচারী। একই উপজেলার গালা ইউনিয়নের ভায়েটা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে সোহেল রানা ৪৪ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। তিনি পেশায় একজন চা বিক্রেতা। লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়ে অত্যন্ত আনন্দিত বিজয়ী ক্রেতারা। 

 

ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, এ পর্যন্ত ৪৫ জন ক্রেতা মিলিয়নিয়ার অফারের ক্যাশ ভাউচার পেয়েছেন। আমাদের পণ্য এখন বিশ্বের ৫০টি দেশে যাচ্ছে। প্রতারিত না হতে ক্রেতাদের ব্র্যান্ডের পণ্য কেনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭