শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

রাজনীতি

আমরা ‘মদিনার ইসলাম’ চর্চা করি: সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত: ২০২৫-১১-০২ ০২:০৮:৫৪

News Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ঈদগাহ ময়দানে কাসেমি পরিষদের উদ্যোগে আয়োজিত আজমতে সাহাবা মহা সম্মেলন-এ বিশেষ অতিথির বক্তব্যে বললেন, “একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে বিভাজন তৈরি করতে চায়। আমরা বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে বিভিন্ন ফায়দা হাসিলের চেষ্টা লক্ষ্য করি। ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করি এজন্যে, একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে বিভাজিত করতে চায় ও ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়।”

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা বাংলাদেশে শতকরা ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামের চর্চা করি, আমরা রসূল (স.) যেই ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন, সাহাবায়ে কেরাম যেই ইসলাম চর্চা করেছেন সেই ইসলামের অনুসারী আমরা।”

 

‘আমরা মওদুদী ইসলামের অনুসারী নই কেউ। সুতরাং যারা ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান হতে হবে। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে’-উল্লেখ করেন তিনি।

 

হাসিনা সরকারকে ‘ফ্যাসিবাদী’, ‘ইসলাম বিদ্বেষী’ ও ‘মুসলিম বিদ্বেষী’ সরকার বলে অভিযুক্ত করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের রাজনীতি জনগণ দেখেছে। এটা ইসলাম বিরোধী, আলেম নির্যাতনের রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আল্লাহর হুকুমে কীভাবে তাদের রাজনীতির সমাপ্ত হয়েছে আমরা সবাই সাক্ষী।

 

‘আমাদের পয়লা দ্বীন, বাদমে দুনিয়া। ... আমরা এমনভাবে রাজনীতি করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয়। আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনীতি করতে হবে। এর মধ্য দিয়েই বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে ইনশাআল্লাহ’-যোগ করেন বিএনপির এ নেতা।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭