রবিবার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

Logo
Logo

খেলাধুলা

ঘাড়ে ব্যথা নিয়েও আরচারির রিকার্ভ একক র‌্যাঙ্কিং রাউন্ডে লড়বেন সাগর ইসলাম

বাংলাদেশের অলিম্পিক শুরু আজ

প্রকাশিত: ২০২৪-০৭-২৫ ২০:০৭:০০

News Image

আরচার সাগর ইসলাম

শুক্রবার ফ্রান্সের প্যারিসে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর এবং ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত গ্রীষ্মকালীন অলিম্পিক। সবমিলিয়ে থাকছে ৩২টি ডিসিপ্লিনের আয়োজন। যেখানে ৩২৯ ইভেন্টে লড়বেন ২০৬ দেশের ১০,৭১৪ ক্রীড়াবিদ। এদের মধ্যে আছেন বাংলাদেশের ৫ অ্যাথলেটও (ক্রীড়াবিদ, কোচ ও ম্যানেজারদের ১৩ সদস্যের বাংলাদেশ দল তিনভাগে অলিম্পিকে গেছেন। আরচারি ও শূটিং দল ২০ জুলাই এবং বাকি দুই ডিসিপ্লিনের আরও তিনজন ২৩ ও ২৪ জুলাই দুই ভাগে গেছেন প্যারিসে)। 
শুক্রবার অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বুধবার থেকেই ফুটবল, রাগবি ও আরচারিসহ কিছু খেলা শুরু হয়ে গেছে। আজ বৃহস্পতিবার আরচারি দিয়ে বাংলাদেশের অলিম্পিক মিশন শুরু হতে যাচ্ছে। সাগর ইসলাম রিকার্ভ এককে র‌্যাঙ্কিং রাউন্ডে খেলবেন (ভেন্যু লেস ইনভালিদেস)। তবে তাকে নিয়ে উদ্বেগের বিষয় হচ্ছে তার ঘাড়ে ব্যথা! এ সম্পর্কে সাগরের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেছেন, ‘তিন দিন আগে সাগরের ঘাড়ে সমস্যা হচ্ছিল। থেরাপি চলছে। আমরা সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বুধবার অফিসিয়াল অনুশীলন রয়েছে।

আমরা খেলার জন্য প্রস্তুত।’ মার্টিন আরও বলেন, ‘তিন দিন ধরে আছি এখানে। অনুশীলন করে যাচ্ছি। অনুশীলন সুবিধা ভালো আছে। বাংলাদেশের সঙ্গে এখানে সময়ের ব্যবধান রয়েছে। অলিম্পিক ভিলেজ থেকে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। আয়োজনও ভালো। গতকাল ও আজকে ফাইনাল স্টেজের জন্য অনুশীলন করেছি। পাঁচ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে খেলা হবে। এখানে বাতাস বেশি। কিছুটা প্রতিকূলও।’ 
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে লাল-সবুজের পতাকা নিয়ে বাংলাদেশ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন অলিম্পিক গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা আরচার সাগর ইসলাম। এবার প্যারিস অলিম্পিকে বিভিন্ন ইভেন্টে ৬২ আরচার অংশ নেবেন। সাগর তাদেরই একজন। তবে এসব মাথায় রাখছেন না সাগর। তুরস্কে ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছিলেন ৬৬০ স্কোর গড়ে। এই স্কোর ধরে রেখে এগুতে চান সাগর, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করব। কোন চাপ নেব না। কোচ মার্টিন আমাকে অলিম্পিকের আবহ তৈরি করেই অনুশীলন করাচ্ছেন। আমাকে জাতীয় পতাকা বহনের সুযোগ করে দেওয়ার জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্যারদের ধন্যবাদ জানাই। এটা অবশ্যই একজন ক্রীড়াবিদের কাছে গর্বের।’





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭