শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

নাগরপুরে ঈদুল আযহা উপলক্ষে বয়স্কদের হাডুডু খেলা: লালচান সুপারস্টার্সের জয়

প্রকাশিত: ২০২৫-০৬-১০ ০০:১০:১৫

News Image

সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসী পূর্বপাড়ায় ঈদুল আযহা উপলক্ষে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী হাডুডু খেলার। শুনসী পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই খেলায় অংশগ্রহণ করেন ৬০ বছর ও তদূর্ধ্ব বয়সের বয়স্ক মুরুব্বিগণ।

 

খেলা অনুষ্ঠিত হয় ৮ জুন, রবিবার বিকেল ৩টায়, শুনসী পূর্বপাড়া মাঠে। অংশগ্রহণকারী দুই দল ছিলো লালচান মিয়া সুপারস্টার বনাম যাদব আলী কিংস।

 

মোঃ আব্দুর রহিম, সভাপতি, শুনসী স্পোর্টিং ক্লাব, সভাপতিত্বে অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নরুল ইসলাম (নুরু), সভাপতি, মামুদনগর ইউনিয়ন বিএনপি ওউদ্বোধন করেন মোঃ আবু সাইদ বাচ্চু, সাধারণ সম্পাদক, মামুদনগর ইউনিয়ন বিএনপি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হেল্লাল উদ্দীন, সভাপতি ৫নং ওয়াড বিএনপি, মোঃ আব্দুল মালেক, সভাপতি, শুনশী পূব পাড়া জামে মসজিদ, মোঃ হাবিবুর রহমান, ইউপি সদস্য, ৫নং ওয়াড বিএনপি, মোঃ সেলিম মিয়া. সহ-সভাপতি, মামুদনগর ইউনিয়ন বিএনপি, মোঃ দুলাল মিয়া, সাধারণ সম্পাদক, শুনশী পূব পাড়া জামে মসজিদ সহ এলাকাবাসী।

 

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ মোস্তফা মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন মোঃ রুবেল মিয়া।

 

উত্তেজনাপূর্ণ ম্যাচে লালচান মিয়া সুপারস্টার দল ২-১ পয়েন্টে যাদব আলী কিংসকে পরাজিত করে বিজয় অর্জন করে। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩২ ইঞ্চি টেলিভিশন, আর রানারআপ দল পায় ২৮ ইঞ্চি কাপ।

 

এই আয়োজন এলাকার মানুষদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। বয়স্কদের জন্য এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। 
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭