বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৩-২৩ ২১:৫৪:৫১
মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে টাঙ্গাইলের কালিহাতীতে সম্মানিত শিক্ষক, এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের সম্মানে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ থেকে ২৩ মার্চ তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল। প্রকৌশলী বাদলুর রহমান খান (বাদল) মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি এবং জাতীয়তাবাদী দল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যুগ্ম আহ্বায়ক। এছাড়া তিনি মালয়েশিয়ার আই এইচ এম কলেজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী বাদলুর রহমান খান (বাদল) দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দেন এবং ৩১ দফা সম্পর্কে দেশের সবাইকে জানানোর জন্য আহব্বান জানান।
গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।