রবিবার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

Logo
Logo

জেলা খবর

টাঙ্গাইলে ব্র্যাকের কর্মশালায় অনুষ্ঠিত ‘দক্ষ হয়ে শ্রম অভিবাসন করলে বেশি অর্থ উপার্জন করবেন বাংলাদেশিরা’ 

প্রকাশিত: ২০২৫-০৩-১২ ২২:১৫:২১

News Image

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে গ্রিসে কিংবা সাইপ্রাসে যাওয়ার বদলে দক্ষ হয়ে শ্রম অভিবাসন করলে খরচও পড়ে কম আর বিদেশে উপার্জন বেশি হয় বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্যাহ আল মামুন। তিনি বলেন, ‘অভিবাসন করা মানুষের অধিকার। নিজের সুন্দর ভবিষ্যতের জন্য বাংলাদেশ থেকে বিদেশে যেয়ে কাজ করার আগে আমাদেরকে দক্ষ হতে হবে।’ সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ‘ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের পুনরেকত্রীকরণের মডেলটি অন্ত্যন্ত চমৎকার এবং সংস্থাটি দীর্ঘদিন যাবত অভিবাসনপ্রবণ টাঙ্গাইল জেলায় সরকারের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছে।’ 

বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

আজ বুধবার (১২ মার্চ ২০২৫) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় আয়োজিত এক জেলা কর্মশালায় তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে বৈধ পথে কোন ভাবেই লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার সুযোগ নেই।’ 

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ ইয়াসির আরাফাত বলেন, ‘দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি অভিবাসন খাতকে দালালদের হাত থেকে মুক্ত করতে হবে। জাতি হিসেবে নিজেদেরকে বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করতে হলে প্রতারণা বন্ধ করে বিদেশে শ্রম অভিবাসনকে স্বচ্ছ করতে হবে।’ 

 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আজিজ আহমেদ নিজ বক্তব্যে বলেন, ‘ইউরোপে নিয়মিত ও বৈধ পথে যাওয়ার কোন বিকল্প নেই। শ্রম অভিবাসনকে নিরাপদ করতে আমাদের সমন্বয় করে কাজ করতে হবে।’ 

 

কর্মশালায় আরও ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসনের উপ-পরিচালক মোঃ শিহাব রায়হান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা বেগম, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মোতালেব মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার প্রবাসবন্ধু ফোরামের সভাপতি ও সদস্যবৃন্দসহ অভিবাসন খাত সংশ্লিষ্ট অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা। 

 

জেলা কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইলে ব্র্যাকের জেলা সমন্বয়কারী সরকার হাসান ওয়াইজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার শেখ মোহাম্মদ সালেহ্ রাব্বী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলার এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম।


অনুষ্ঠানে বিদেশে যাওয়ার পরে নিজের সঙ্গে হওয়া দুর্বিষহ নির্যাতনের ভয়ংকর বিবরণ উপস্থিত আলোচকদের সামনে তুলে ধরেন মালয়েশিয়া ফেরত মোহাম্মদ সম্রাট মিয়া। জর্ডান ফেরত অভিবাসী ছানোয়ারা বেগম বলেন বিদেশে গিয়ে নিজের কাজ করার অভিজ্ঞতা। অনুষ্ঠান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে তাদের টেকসই পুনরেকত্রীকরণের জন্যে দেওয়া আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭