রবিবার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ২০২৫-০২-১৬ ১৯:২২:১০
ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী):
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাঙ্গাবালী ইউনিয়নের কাছিয়া বুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাইজিদ আহম্মেদ।
উক্ত প্রতিষ্ঠানের দাতা মো. মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভপতি রাফেজা পারবিন, সাধারণ সম্পাদক সাহিন ফরাজি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বশার, রাঙ্গাবালী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মাইকেল তালুকদার, কাছিয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাসেদ মাস্টারসহ সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বল নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তির লক্ষ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের বাছাই করা হয় পরবর্তী ধাপে অংশগ্রহণের জন্য। এতে রাঙ্গাবালী ইউনিয়নের মোট ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।