শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

অপরাধ জগত

রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকায় তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রকাশিত: ২০২৫-১১-০৪ ১৬:২৮:৫২

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
ঢাকার মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকায় এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুরভী আক্তার মাহফুজা, বয়স ২১ বছর। ৩ নভেম্বর, ২০২৫ সোমবার রাতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক।

 

শাহজাহানপুর থানার পুলিশ জানায়, বকশীবাগের ৪৩৯/এ নম্বর বাড়ির নিচতলায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন সুরভী। দুজনেই স্থানীয় একটি টেইলার্সে কাজ করতেন। কর্মস্থলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরে তারা পারিবারিক অমতে বিয়ে করেন। সম্প্রতি ওই বাসায় তারা একসঙ্গে বসবাস শুরু করেন। সোমবার দুপুরের পর থেকে তাদের ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। স্থানীয়রা সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে একটি প্লাস্টিকের বস্তায় বেঁধে রাখা মরদেহ উদ্ধার করে।


শাহজাহানপুর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, “সুরভী ও আশিক দুজনেই গার্মেন্টস কর্মী ছিলেন। পারিবারিক অমতে বিয়ে করার পর থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, আশিক স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে।”


সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুরভীর গলা, বুক ও পিঠে লালচে জখমের দাগ ছিল। এছাড়া তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে কাটা দাগ পাওয়া গেছে। পুলিশ বলছে, রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।


নিহতের বড় ভাই হৃদয় খান জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। বাবা নুরুল হক খান। ছয় বছর আগে সুরভীর বিয়ে হয় আশিক মোল্লার সঙ্গে। তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দুই বছর আগে আশিক স্ত্রীকে মারধর করলে সুরভী সংসার না করার সিদ্ধান্ত নেন, তবে পরে সন্তান ও সামাজিক চাপে ফের স্বামীর কাছে ফিরে যান। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না।
হৃদয় খান বলেন, “মাসের প্রথম দিকে আশিক মালিবাগের বাসায় উঠে। উঠার দিনই সে ছেলেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। মনে হয় পরিকল্পিতভাবেই সে বোনকে হত্যা করেছে।” তিনি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


শাহজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। পলাতক আশিক মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭