শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জাতীয়

হাইকোর্টের রায়

শুধু সরকারি নয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা

প্রকাশিত: ২০২৫-১১-০৪ ১৫:০২:৫৩

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে— প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এমন সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

 

৩ নভেম্বর, ২০২৫ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন। পরদিন সোমবার (৪ নভেম্বর) রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

 

আইনজীবী জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায় যে কেবল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিসহ মোট ৪২ জন রিট আবেদন করেন।

 

এরপর ২ সেপ্টেম্বর হাইকোর্ট প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে এবং স্মারকটির কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করে। রুলে আদালত জানতে চেয়েছিলেন, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত ১৭ জুলাইয়ের সেই স্মারক কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে নির্দেশ দেওয়া হবে না।

 

চূড়ান্ত শুনানি শেষে রোববার হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন। এর ফলে সরকারি ও বেসরকারি উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

 

উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭