শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ঘারিন্দা আন্ডারপাসে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রকাশিত: ২০২৫-১১-০৪ ০০:১৫:২৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
আজ সোমবার ৩ নভেম্বর, ২০২৫ ভোরে ঢাকা-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাসে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

 

নিহতরা হচ্ছেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভূক্তা গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম শেখ (৬০)।

 

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তারও মৃত্যু হয়।

 

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭