শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জাতীয়

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষক সংঘর্ষ; আহত অর্ধশত

প্রকাশিত: ২০২৫-১০-২৯ ২২:১৬:০৬

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশে সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত অর্ধশত মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। 

 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই ঘটনা ঘটে। 

 

এ বিষয়ে ঢাকা মেডিকেলে আহত শিক্ষকরা জানিয়েছেন, “১৭ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন তারা। আজকে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পুলিশ সদস্যরা আমাদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আমাদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হন।”

 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রেস ক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭