শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

বিজ্ঞান ও প্রযুক্তি

১৬ বছরের নিচে ইউটিউবে কেউ লাইভ স্ট্রিমিং করতে পারবে না

প্রকাশিত: ২০২৫-০৭-০৫ ০০:৪৬:৪৫

News Image

টাঙ্গাইল দর্পণ প্রযুক্তি ডেস্ক:
ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে হলে এখন থেকে অন্তত ১৬ বছর বয়স হতে হবে। আগামী ২২ জুলাই ২০২৫ থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। আগে ১৩ থেকে ১৫ বছর বয়সী ক্রিয়েটররা চাইলে একা লাইভ করতে পারতেন।

 

শুধু ১৩ বছরের নিচে থাকলে ক্যামেরার সামনে প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ১৬ বছরের নিচে কেউ একা লাইভ করতে পারবে না। 

 

১৩-১৫ বছর বয়সীদের জন্যও এখন ক্যামেরার সামনে প্রাপ্তবয়স্ক উপস্থিতি বাধ্যতামূলক। ইউটিউব বলছে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে-
১. লাইভ চ্যাট, সুপার চ্যাটসহ বিভিন্ন ফিচার সাময়িকভাবে স্থগিত 
২. নিয়মিত লঙ্ঘন করলে চ্যানেল স্থায়ীভাবে নিষ্ক্রিয়
৩. একাধিক চ্যানেল খুলে নিয়ম ফাঁকি দিলে সেটাও ইউটিউবের নীতিমালার লঙ্ঘন

 

টিম ইউটিউব জানিয়েছে, কোনো ক্রিয়েটরের স্ট্রিম সরিয়ে দিলে ই-মেইলের মাধ্যমে তার তথ্য জানানো হবে। যদি ১৬ বছরের নিচের কোনো ইউটিউবার লাইভ চালাতে চায়, তাহলে তাকে অবশ্যই একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে চ্যানেলের এডিটর, ম্যানেজার বা মালিক হিসেবে যুক্ত করতে হবে। লাইভ চলাকালীন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সরাসরি ক্যামেরার সামনে থাকতে হবে এবং স্ট্রিমের গুরুত্বপূর্ণ অংশে থাকতে হবে। 

 

ইউটিউব আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ না জানালেও, বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন নিরাপত্তা, সাইবারবুলিং, এবং অনলাইনে শিশু সুরক্ষা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। বিশ্বজুড়ে অনলাইন শিশু নিরাপত্তা আইন আরও কঠোর হচ্ছে, তাই প্ল্যাটফর্মগুলো আগেভাগেই নিজেদের নিয়ম আপডেট করছে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭