শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৭-০৪ ২৩:১৪:৫৩
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি, বগুড়া থেকে:
বগুড়ার আদমদীঘি উপজেলার হাটবাজার মনিটরিংয়ে নেমেছেন উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা।
৩ জুলাই, বৃহস্পতিবার বেলা ১২ টায় যৌথবাহিনী আদমদীঘি বাজারের বিভিন্ন দোকানপাটে এ অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেল মালিক মজনু সরদারকে (৪৪) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। দন্ডপ্রাপ্ত মজনু সরদার আদমদীঘি উপজেলা সদরের মজিবর রহমানের ছেলে।
অভিযান দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু উপজেলা এলাকার ক্যাম্প কমান্ডার সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসনূর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর কামাল হোসেনসহ যৌথবাহিনীর সদস্যা অংশগ্রহণ করেন।
সারাদেশে ন্যায় হাট ও বাজারে জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বিভিন্ন সামগ্রীর মূল্য তালিকা টাঙ্গানোসহ বাজার নিয়ন্ত্রণ রাখতে বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনুজম অনন্যার নেতৃত্বে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে দৈনিক বাজারে যৌথ বাহিনীর সহযোগীতায় অভিযান চালানো হয়।
অভিযান কালে খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেল মালিক মজনু সরদারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এছাড়া মাছ, মুরগি বাজার, সবজি বাজার, দধি মিষ্টি দোকানসহ খাবার হোটেল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও ক্রেতাদের নিকট থেকে কোন পণ্যের অতিরিক্ত দাম না নেয়া ও দোকানে দ্রব্যের মূল্য তালিকা টাঙ্গিয়ে বেচাকেনা করার পরামর্শ ও সর্তক করে দেন ভ্রাম্যমান আদালতেদর নির্বাহী ম্যাজিষ্ট্রেট।