শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘর্ষে নিহত ইরানের শীর্ষ কর্মকর্তাদের জানাজায় অগণিত মানুষের ঢল

প্রকাশিত: ২০২৫-০৬-২৮ ২০:২৬:০৫

News Image

টাঙ্গাইল দর্পণ আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সময়ে ইরানের সাথে ইসরায়েলের ১২ দিনের সংঘর্ষে নিহত শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের স্মরণে তেহরানে বিশাল রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে নেমেছিল মানুষের ঢল ।

 

ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানাজা অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার করে, যেখানে ইরানের লাল, সাদা ও সবুজ জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলোর দিকে ছুটে যাওয়া মানুষের আবেগঘন দৃশ্য দেখা যায়। পটভূমিতে বাজানো হচ্ছিল দেশপ্রেমমূলক সঙ্গীত। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকেও উপস্থিত দেখা যায়, যিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জানাজায় অংশ নেন।

 

মঞ্চে প্রদর্শিত হয় নিহত কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার ছবি, যার মধ্যে ছিলেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি।

 

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, উপস্থিত অনেকেই আয়াতুল্লাহ আলি খামেনির ছবি বহন করেন এবং আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে ৬২৪ জনেরও বেশি মানুষ নিহত হন। তাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত প্রায় ৬০ জনের জন্য রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরু করেছে ইরান। নিহত ৬০ জনের মধ্যে সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, 'শহীদদের সম্মান জানাতে শেষকৃত্যানুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।'
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭