শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

বিনোদন

শ্রীলঙ্কায় রোমান্টিক অবকাশে বিদ্যা সিনহা মীম

প্রকাশিত: ২০২৫-০৬-১৪ ০১:৪০:২৭

News Image

টাঙ্গাইল দর্পণ বিনোদন ডেস্ক: কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে- প্রায়ই দেশের বাইরে ছুটে যান অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম। 

 

এবার স্বামী সনি পোদ্দারের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গেলেন এই তারকা। সেখান থেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নজরকাড়া কিছু মুহূর্ত। গত মঙ্গলবার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মিম। তাতে দেখা গেছে, সমুদ্রের ধারে হাঁটছেন, বিভিন্ন স্টাইলে পোজ দিয়েছেন। সেখানকার রেস্টুরেন্টে পিৎজা খেতেও দেখা গেছে তাকে। যা মুগ্ধতা ছড়িয়েছে তার ভক্তদের মাঝে। সেই ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে মীম লেখেন, ‘সুখ আসে ঢেউয়ের সঙ্গে সঙ্গে।’ জানালেন, শ্রীলঙ্কার হিক্কাডুয়া এলাকায় অবস্থান করছেন তারা। 

 

এছাড়াও তার স্টোরিতেও আরও কিছু ছবিতে দেখা যায়, স্বামী সনি পোদ্দারের সঙ্গে একটি সেলফিও ভাগ করে নিয়েছেন মীম। ছবিগুলো প্রকাশের পরপরই মীমের অনুরাগীরা তার পোস্টের মন্তব্যঘরে মুগ্ধতা প্রকাশ করেন। বিশেষ করে তার লুকের প্রশংসা করেছেন তারা। বিদ্যা সিনহা মীম শুধু অভিনয়ের জন্য নয়, তার ফ্যাশন সেন্সের জন্যও বেশ জনপ্রিয়। 

 

সময় পেলেই দেশের গণ্ডি ছাড়িয়ে চলে যান পছন্দের কোনো গন্তব্যে। এর আগে তাকে দেখা গেছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালদ্বীপসহ বিভিন্ন দেশে অবকাশ কাটাতে। প্রতিটি সফরে এই নায়িকা নিজের উপস্থিতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন ভক্ত-অনুরাগীদের মাঝে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭