শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে ভাঙন ঠেকাতে মানববন্ধন

প্রকাশিত: ২০২৫-০৬-০৯ ১৭:৩৭:০০

News Image

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীর অব্যাহত ভাঙন ঠেকাতে এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

 

রবিবার (৮ জুন) বিকেলে উপজেলার রামপুর-গোপিনাথপুর এলাকায় যমুনা নদীর ভাঙন কবলিত অংশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে অন্তত ১০টি গ্রামের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জানান, গোবিন্দাসী বাজার থেকে রায়ের বাশালিয়া পর্যন্ত এলাকাটি প্রতিবছর বর্ষার মৌসুমে নদী ভাঙনের মুখে পড়ে। এতে হাজার হাজার একর আবাদি জমি যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ফলে অন্তত ৬টি গ্রামের বহু ঘরবাড়ি ও স্থাপনা হুমকির মুখে পড়েছে। 

 

এছাড়া ২টি স্কুল, একটি মাদ্রাসা ও একটি মসজিদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে ভাঙন অব্যাহত থাকলেও এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা দ্রুত সময়ের মধ্যে গোবিন্দাসী বাজার থেকে বলরামপুর পর্যন্ত এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান, যাতে করে জনবসতিপূর্ণ এলাকাটি নদী ভাঙনের কবল থেকে রক্ষা পায়। এলাকাবাসীর বক্তব্যে উঠে আসে, “আমরা বাঁচতে চাই, আমাদের ঘরবাড়ি, স্কুল-মাদ্রাসা, ফসলি জমি রক্ষা চাই। 

 

বছরের পর বছর ধরে এমন দুর্ভোগে আছি। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭