শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

খেলাধুলা

আইপিএল কর্তৃপক্ষের নতুন নিয়মে সন্তুষ্ট নয় কলকাতা

প্রকাশিত: ২০২৫-০৫-২১ ২২:১৬:৪৮

News Image

টাঙ্গাইল দর্পণ স্পোর্টস ডেস্ক:
আসরের মাঝপথেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। নতুন এক ঘোষণায় বলা হয়েছে, লিগ পর্বের শেষ ৯ ম্যাচে বৃষ্টি হানা দিলে খেলা শেষ করার জন্য অতিরিক্ত আরও ২ ঘণ্টা পাওয়া যাবে। 

 

বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়া রুখতেই এই নিয়ম করেছে কর্তৃপক্ষ। অন্তত ৫ ওভার করে হলেও যাতে ম্যাচের ফল বের করে আনা যায়, সেই পরিকল্পনাই এ নিয়মের মাধ্যমে বাস্তবায়ন হবে। এতদিন নিয়ম ছিল, লিগ পর্বের কোনো ম্যাচে বৃষ্টি হলে ১ ঘন্টা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। শুধু প্লে-অফের ম্যাচের ক্ষেত্রে বাড়তি সময় ১২০ মিনিট বা ২ ঘন্টা। বিশেষ বিবেচনায় লিগ পর্বের ম্যাচেও বাড়তি ২ ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দের নিয়মকে ভালোভাবে নেয়নি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা মনে করছে, এই নিয়মটা যদি শুরু থেকে কার্যকর হলে এখন তারাও আইপিএলের প্লে-অফের দৌড়ে থাকতো। 

 

যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি অসন্তোষ প্রকাশ করেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। নতুন নিয়মটি অবগত করাতে ১০টি ফ্র্যাঞ্চাইজিকেই ইমেইল করে আইপিএল কর্তৃপক্ষ। প্রধান নির্বাহী হেমাং আমিন জানান, অন্য মৌসুমের তুলনায় এবার আগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই কলকাতার প্রধান নির্বাহী (সিইও) বেঙ্কি মাইসোরও নিজের মতামত জানান। তিনি মনে করেন, অন্তত ১৭ মে (পাকিস্তানের সঙ্গে উত্তেজনার জেরে এক সপ্তাহেরও বেশি সময় পর খেলা শুরুর দিন) থেকে এই নিয়ম কার্যকর করা উচিত ছিল বোর্ডের। ফিরতি মেইলে মাইসোর লেখেন, ‘হয়তো পরিস্থিতির কথা মাথায় রেখে আইপিএলের মাঝপথে এই ধরণের নিয়ম পরিবর্তন অত্যন্ত জরুরি। কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আরও ধারাবাহিক হওয়া যেতো, তাহলে আরও ভালো হতো।’ 

 

মাইসোরের এমন বক্তব্যের কারণ গত শনিবার কলকাতা বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএল ফের শুরুর কথা থাকলেও বৃষ্টির জন্য ওই ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। পয়েন্ট ভাগাভাগিতে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় কলকাতা। সেকথা উল্লেখ করে মাইসোর লিখেছেন, ‘যখন আইপিএল ফের শুরু হল ১৭ মে, তখনও কিন্তু বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ছিল। পূর্বাভাস সেই কথাই বলছিল। ম্যাচ শুধু বাতিল করাই নয়, অন্তত ১২০ মিনিট অপেক্ষা করার নিয়মটা যদি সেদিন কার্যকর করা হতো, তাহলে ৫ ওভারের ম্যাচও সম্ভব হতো।’ নতুন নিয়মের সমালোচনার সুরেই মাইসোর লেখেন, ‘বেঙ্গালুরুতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতার প্লে-অফের রাস্তা বন্ধ হয়ে যায়। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব একদমই কাম্য নয়। 

 

আমি নিশ্চিত যে আপনারা বুঝতে পারছেন, কেন আমরা মনে করছি যে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে।’ জানা গেছে, শুধু কলকাতা একাই নয়, আরও বেশ কয়েকটা দলই নাকি আইপিএলের মাঝপথে এই নিয়ম পরিবর্তনে অসন্তুষ্ট।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭