বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৪-০৪ ২২:৫৩:২৪
খোন্দকার এরফান আলী বিপ্লব, বিশেষ প্রতিনিধি:
গেল চাঁদ রাতে ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে নাটক "ব্যাচেলর প্রো ম্যাক্স।" নাটকটি উন্মুক্তের পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে এমনকি রীতিমতো হইচই ফেলেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী চাঁদ রাতে (৩০ মার্চ) বিনোদন নির্ভর দম ফাটানো হাসির নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হন জনপ্রিয় নির্মাতা এইচ এম পিয়াল। তিনি ঢাকা মডেল এজেন্সি'র ড্রামা চ্যানেলে নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত করেছেন।
আগে থেকেই বিনোদনপ্রেমি দর্শক অধির আগ্রহে অপেক্ষা করতে থাকেন নাটকটি দেখার জন্য। দর্শকদের সেই স্বপ্ন পূরণে চাঁদ রাতে নাটকের ১ম পর্ব সবার জন্য উন্মুক্ত করা হয়। এরপরই বিনোদন অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে নাটকটি। নাটকের শুরুতেই দেখা যায় ব্যাচেলর মেসের একজন সদস্য কবিন্দ্রনাথ দত্ত (খোন্দকার এরফান বিপ্লব) ব্যাচেলর কক্ষের একটিমাত্র বাথরুমে যেয়ে দীর্ঘক্ষণ কবিতা আবৃত্তি করতে থাকেন।
অন্যদিকে মেসের অপর সদস্য ইমরান খাসমি (আসিফ খান) প্রকৃতির ডাকে সাড়া দিতে (মলমূত্র ত্যাগ করতে) বাথরুমের সামনে অপেক্ষা ও দরজা নক করতে থাকেন। কিন্তু এদিকে কবিন্দ্রনাথ দত্তের কোন ভ্রূক্ষেপ নেই।তিনি মনের আনন্দে কবিতা আবৃত্তি করতেই থাকেন। শুরুতেই এই দৃশ্য দর্শক মহলে হাসির খোরাক যোগায়। এছাড়াও দুঃশ্চরিত্রবান বাড়িওয়ালা মাহবুব (মাহবুব দাদা ভাই) ও মেস ম্যানেজার তোতলা কামাল (এস,এ,এম সুমন) এর অভিনয়শৈলীও দর্শকদেরকে মুগ্ধ করে। সবমিলিয়ে নাটকটির প্রত্যেক অভিনেতার অভিনয়ই দর্শকদের হ্নদয় ছুঁয়ে যায়।
এ প্রসঙ্গে মাগুরার শ্রীপুরের বিশিষ্ট ব্যবসায়ী, নাট্য শিল্পী ও সংস্কৃতিকর্মী প্রশান্ত সরকার জানান, খোন্দকার এরফান বিপ্লব, এ,এস,এম সুমন সরকার ও মাহবুব দাদা ভাইয়ের অভিনয় ছিলো দূর্দান্ত ও ফাটাফাটি। তিনি নাটকটির সকল শিল্পীর অভিনয়ের ভূয়সি প্রশংসা করেন। শুধু প্রশান্ত সরকারই নন, দেশের বিভিন্ন স্থানের অসংখ্য দর্শক নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স এর ১ম পর্বকে নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মূলতঃ ইট, পাথর আর কংক্রিটের তৈরি হাজারো অট্টালিকার শহর ঢাকা। যে শহরে ধনীর রাজপ্রাসাদের পাশাপাশি মেস-বস্তিতে গাদাগাদি করে কোটি মানুষের বসবাস। সেসব মানুষের জীবনকে ঘিরে বিভিন্ন সময় গড়ে ওঠে নানা অজানা গল্প। যা প্রায়ই থেকে যায় লোক চক্ষুর অন্তরালে। তেমনই একটি মেসের গল্পকে উপজীব্য করে নির্মিত নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স। চাঁদ রাতে উন্মুক্ত করা হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটককের ১ম পর্ব। এখন প্রতি সপ্তাহেই পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে অন্যান্য পর্বগুলো। অন্যসব পর্বগুলোর শুটিং ও এডিটিংয়ের কাজ চলছে পুরোদমে। কর্তৃপক্ষ আশা করছেন ১ম পর্বের ন্যায় ব্যাচেলর প্রো ম্যাক্স এর অন্যসব পর্বগুলোও দর্শককূলকে ভাসিয়ে দেবে হাসির বন্যায়। সে পর্যন্ত শুধু অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য যে, নির্মাতা এইচ এম পিয়াল পরিচালিত ব্যাচেলর প্রো ম্যাক্স নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এস,এ,এম সুমন, খোন্দকার এরফান বিপ্লব, মাহবুব দাদা ভাই, মুন্না অনিক, ইমরান নায়ক, রিমন সোহেল, সিমান্ত, তানিশা শিলা, জান্নাত, পাখি, সানজানা, জ্যোতি ইসলাম,আসিফ খান, কোয়েল শিলা পাল, মিজান, সোহেল আহমেদ, আনোয়ার, মালিহা মিম, কিশোর ডি কস্তা, লিটন মামা, অনিক হোসেন ,মিজানুর রহমান জাহাঙ্গীর, ও শিশু শিল্পী মাষ্টার তিমনসহ আরো অনেকে। সম্পাদনা ও ডিওপি হিসেবে কাজ করেছেন ইরকে মানিক। কারিগরি সহযোগিতায় ইভেন্ট এশিয়া ও ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় পাক্ষিক আনন্দ বিনোদন। এটি স্বনামধন্য ঢাকা মডেল এজেন্সি'র একটি প্রোডাকশন।