বৃহস্পতিবার ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

Logo
Add Image

বিনোদন

নতুন রূপে সিনেমার পর্দায় আসছেন আবুল হায়াত ও দিলারা জামান

প্রকাশিত: ২০২৫-০১-৩০ ০০:৩৬:৪৮

News Image

ছবি : সংগৃহীত

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘দায়মুক্তি’। এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। 

 

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। যেখানে ভিন্ন লুকে ধরা দেবেন ৮২ বছর বয়সী এই অভিনেতাকে। সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটিতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। 

এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, আমি আর দিলারা ভাবী অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত আমার এই সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে। দিলারা জামান বলেন, হায়াত ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। 

 

দায়মুক্তি সিনেমায় কাজ করার মধ্যদিয়ে সিনেমাতেও একসঙ্গে কাজ করা হলো আমাদের। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমাতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছেন। আমি আশাবাদী দায়মুক্তি নিয়ে। বাকিটা আসলে দর্শকের আগ্রহের উপর নির্ভর করছে। ‘দায়মুক্তি’ সিনেমাটি পরিচালনা করেছেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক বদিউল আলম খোকন। 

 

তিনি বলেন, জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসাবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কি তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে। জসিম উদ্দিন প্রযোজিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

 

‘দায়মুক্তি’ সিনেমায় মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক মনির খান। গানটি জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের লিপে দর্শক উপভোগ করবেন। প্রসঙ্গত, ২০১৭ সালে সরকারি অনুদান পায় ‘দায়মুক্তি’ সিনেমাটি। এরপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭