শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
প্রকাশিত: ২০২৫-১১-০৪ ১৪:৩৮:৩৯
নিজস্ব প্রতিনিধি:
আজ ০৪ অক্টোবর, ২০২৫ তারিখ ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, টাঙ্গাইল আয়োজিত যুব সমাবেশ-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফা হক, জেলা প্রশাসক, টাঙ্গাইল।
বর্তমান সময়ে তরুণ উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী হয়ে লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রমী হতে এবং আন্তরিকতার সাথে লক্ষ্যে পৌঁছাতে অবিচল থাকতে পরামর্শ দেন জেলা প্রশাসক ।

অনুষ্ঠান শেষে ২৫ জন তরুণ উদ্যোক্তার মাঝে ১২,৭৫,০০০ লক্ষ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক, টাঙ্গাইল। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যুব প্রতিনিধি, যুব সংগঠক, যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণরত ও প্রশিক্ষণপ্রাপ্ত সফল উদ্যোক্তাগণ আজকের অনুষ্ঠানে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।