শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জুলাই-২৪

শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৫-১০-০৫ ১৮:১৬:১৬

News Image

জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল জেলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত টাঙ্গাইল সদর থানার ১০১ জন জুলাই যোদ্ধা এবং শহীদ মারুফের মা মোর্শেদা আক্তার এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

 

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, শহীদ মারুফের মা মোর্শেদা আক্তার প্রমুখ। 

 

আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০১ জন আহত জুলাই-যোদ্ধাকে ছাতা উপহার দেওয়া হয়।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭