শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৬-১৩ ০১:৪০:১৭
সাহাফ আল তাইফ, টাঙ্গাইল প্রতিনিধি:
ফুটবলের জোয়ারে যেন ভাসছে বাংলাদেশ। ক্রীড়ামোদি ও দর্শকদের নিকট ফুটবল একটি বহুল জনপ্রিয় খেলা। বিশ্ব মানচিত্রে জনপ্রিয়তার শীর্ষে এখনও ফুটবলের রাজত্ব চলছে । ক্রীড়া নৈপুন্যতা ও জনপ্রিয়তার এক অনন্য উদাহরণ বিশ্বকাপ ফুটবল। যা সারা বিশ্বের ফুটবল প্রেমী দর্শক গ্যালারীর দৃশ্য দেখলেই বোঝা যায়। এরই ধারাবাহিকতায় গত ৪ জুন ২০২৫-এ টাঙ্গাইলের চিকলী কনভেনশন সেন্টারে ড্যাফোডিল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী খেলার তারিখ, সময় ও খেলার স্থান নির্ধারিত হয়।
গত ১০ জুন ২০২৫ খ্রি. তারিখে সকাল ১০ ঘটিকা থেকে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দর্শক নন্দিত আনন্দঘন পরিবেশেন ড্যাফোডিল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর বাছাই পর্বের উদ্বোধনী খেলা শুরু হয়। ড্যাফোডিল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ এসএসসি ব্যাচ ২০১৪ থেকে ২০২৮ এর এসএসসি পরীক্ষার্থীরা ৯টি গ্রুপে বাছাই পর্বের খেলায় অংশগ্রহণ করেন।
গত ১১ জুন বুধবার বাছাই পর্বের সেমি ফাইনালে লড়াই করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত ড্যাফোডিল এলামনাই এলিটস গ্রুপ এবং লিগেছি ব্লেজারস গ্রুপ। পুরো ম্যাচে বিজয়ী হওয়া জনপ্রিয়তার শীর্ষে থাকা এই গ্রুপ দুটি আজ ড্যাফোডিল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
বিকেল ৫টায় প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি আফজালুর রহমান, ড্যাফোডিল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ টুর্নামেন্টের সভাপতি শফিকুল ইসলাম রিপন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামসহ অনুষ্ঠানের সম্মানিত বিচারকমণ্ডলী ও অতিথিদের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাপ্ত হলো ড্যাফোডিল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর ফাইনাল খেলা।
ফাইনাল ম্যাচে লিগেছি ব্লেজারস গ্রুপ চ্যাম্পিয়ন এবং ড্যাফোডিল এলামনাই এলিটস গ্রুপ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিচারক মণ্ডলী ও অতিথিবৃন্দ বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং বিজেতা দলকে রানার আপ ট্রফি বিতরণ করেন। ম্যাচের খেলোয়ারদের মাঝে ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে ট্রফি অর্জন করেন মারুফ, শ্রেষ্ঠ গোল কিপার হিসেবে সীমান্ত অর্জন করে গোল্ডেন গ্লাবস, শ্রেষ্ঠ গোল দাতা হিসেবে জাভেদ অর্জন করেন গোল্ডেন বুট এবং পুরো টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে গোল্ডেন বল অর্জন করেছেন অমিত । অতিথিবৃন্দ ও বিচারক মণ্ডলী দুই গ্রুপের অনান্য খেলোয়ারদের গোল্ড মেডেল প্রদান করেন।
বিজয়ী ট্রফি পেয়ে লিগেছি ব্লেজারস গ্রুপ আনন্দে আত্মহারা হয়ে তাদের অনুভুতি প্রকাশ করেন এবং বিজেতা গ্রুপ পরবর্তীতে আরও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন। উপহার বিতরণ শেষে আয়োজক কমিটি সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেন।