প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২


জেলা খবর

সখীপুরে মোটরসাইকেলর ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ২০২৫-০১-১৯ ২০:০৮:০২

News Image

সোহান মিয়া (৫)

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সোহান মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলার সখীপুর-কালিদাস সড়কের পল্টন পাড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোহান মিয়া ফুলবাড়িয়া উপজেলার রগুনাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। 

 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহানের বাবা সখীপুর-কালিদাস সড়কের পল্টন মোড়ে দিনমজুরের কাজ করছিলেন। এমন সময় বাবাকে দেখে সোহান মিয়া রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।