শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
নিজস্ব প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনিসুর রহমানের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার পটল বাজার প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়নের মহিলা দলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত অভিযোগ করে বলেন, মো. আনিসুর রহমান অবঃ সেনা সদস্য, ১নং দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদিম হামজানীর বাসিন্দা। সে বর্তমানে রিটায়ার্ড, পরিবার নিয়ে সে এলেঙ্গায় বসবাস করছে। মো. আনিসুর এর নামে একটি হয়রানীমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে আমরা এলাকাবাসী সংবাদ সম্মেলন করছি। সে প্লাস্টিক ভাঙ্গারীর ব্যবসার সাথে জরিত। কিছুদিন আগে এক বেপারী মালামাল দেওয়া-নেওয়া করতো। মালামাল দেওয়া নেওয়ার প্রেক্ষিতে পটল বাজারের সোহেল বেপারীকে পুলিশে নিয়ে যায়। পরে সোহেল কালিহাতী থানায় আনিসুর রহমানের নাম উল্লেখ করেছে। আনিসুর এ ব্যাপারে কিছুই জানে না।
সোহেল বলেছে আমি আনিছুরকে মালামাল দিয়েছি। পরে মগড়ার আরেকজনের নাম উল্লেখ করেছে সোহেল। তাকে গ্রেফতার করে। কালিহাতী থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা বলেন আনিছুর রহমানকেও গ্রেফতার করা হবে। এই অভিযোগের সাথে কোন ভাবেই জরিত না আনিছুর। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সম্পূর্ণভাবে নির্দোষ।
তিনি অভিযোগ করে বলেন, আমরা এলাকাবাসী হিসেবে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি। যে এমন অভিযোগের ক্ষেত্রে এলাকায় সঠিক ও সত্য তথ্য বা তদন্ত সাপেক্ষে আসামীকে প্রেপ্তার করবেন। প্রকৃতপক্ষে যে দোষী এবং অপরাধী তার বিচার আমরা অবশ্যই চাই এবং চাইবো।
তিনি আরও বলেন, এলাকাবাসীর দাবী উক্ত অভিযোগ থেকে মো. আনিসুর রহমানের পক্ষে নির্দোষ হিসেবে প্রতিবেদন দিয়ে তাকে মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ থেকে মুক্ত করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আঃ লতিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, পটল বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমানিক, হাজী আঃ মালেক মাষ্টার মাতাব্বরসহ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।