রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে পৌর শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল সিআইপি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান সমূহ ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্থ চার ব্যবসায়ীকে ২ লাখ ৫০ হাজার করে মোট ১০ লাখ এবং মালিককে ৫ লাখ টাকার অনুদান প্রদান করেন। পরবর্তীতে পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এর আগে ৫—৬ বছরের মধ্যে আরো দুইবার এই একই মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশনের ওয়্যার হাইজ ইন্সপেক্টর রতন রায় জানান, মিজানুর রহমান ডালিমের খেলাঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত।
প্রসঙ্গত, রবিবার (৯ ফ্রেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ অগ্নিকান্ড শুরু হয়। পরে সখীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক ঘন্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে। এতে শহরের কচুয়া রোডের অগ্রণী ব্যাংক সংলগ্ন খেলাঘর ও ইউসুফ মিয়ার পেট্রোলের দোকানসহ অন্তত ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের দাবি, প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে।