বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে প্রবাসীর স্ত্রী আমেনা বেগম (৪০) হত্যা মামলার প্রধান আসামি মো. এনামুল হককে (৪১) গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল সদর থানাধীন করটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গৃহবধূ মরদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যে একমাত্র আসামি গ্রেপ্তার।
গ্রেপ্তার মো. এনামুল হক কুড়িগ্রাম সদর থানার যোগাদহ গ্রামের মো. হযরত আলী ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেনের এ প্রতিনিধিকে জানান, বুধবার রাতে আমেনা বেগম তার ছেলে এবং মেয়ের সাথে রাতের খাবার শেষ করে। রাত প্রায় ১০টার দিকে তিনি তার স্বামী দুলাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং কুরবানীর বিষয়ে দেবরের সাথে কথা বলার জন্য সন্তানদেরকে বাড়িতে রেখে দেবরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর হতে বাহির হন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ঘরে ফিরে আসেননি।
পরে পরিবার ও প্রতিবেশীরা সারা রাত ধরে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে লিতু আক্তার বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় সখীপুর থানার একটি চৌকস টিম দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেপ্তার করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী, আমেনা বেগমকে হত্যার কথা স্বীকার করেছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।