রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

Logo
Logo

ফিচার

ইরান কি শক্রর কাছে মাথানত করবে?

ইরান কি পিছিয়ে পড়ছে? ট্রাম্প যখন পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু করেছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন যে ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ইতিহাস কী বলে?  ইরান কি সত্যিই তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের কাছে মাঠ ছেড়ে দিতে প্রস্তুত?

 

২০২৩ সালের এপ্রিলে, সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলার পর, তেহরান ইসরাইলের উপর ৩৫০ টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছিল যা ছিল সরাসরি ইসরাইলে ইরানের প্রথম হামলা। ওই হামলা চালিয়ে তেহরান দেখিয়ে দিয়েছে, তেহরান কূটনীতির বাইরে প্রয়োজনে কঠোর হতেও দ্বিধা করবে না। কিন্তু ইরান কেন শক্তি প্রয়োগ করলো? 

 

ইতিহাসে দেখা গেছে যে ইরান কখনো চাপের মুখে পিছু হটেনি বরং অত্যন্ত সুকৌশলে শত্রুর বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।  ১৯৮৮ সালে ইরাকের সাথে যুদ্ধ শেষ হওয়ার পর তালেবান ও সাদ্দামের পতন পর্যন্ত দীর্ঘ সময় জুড়ে তেহরান সবসময়ই আঞ্চলিক পরিবর্তন ও হুমকিকে নিজের অবস্থান শক্তিশালী করার কাজে ব্যবহার করেছে। ঠিক একইভাবে ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতকেও ইরান নিজের উন্নতির কাজে ব্যবহার করেছে। ইরান নতি স্বীকারের পরিবর্তে বরং অপ্রচলিত যুদ্ধ করে বহুবার শত্রুকে বিপর্যয়ের মুখে ফেলেছে।

 
কিন্তু কেন মার্কিন নীতি অতীতের মতো এখন ভালোভাবে কাজ করছে না? একদিকে, চীনসহ আরো কিছু দেশের পাল্টা কৌশল মার্কিন নিষেধাজ্ঞকে অকার্যকর করে তুলেছে এবং ইরানের তেল বিক্রিও থামেনি। অন্যদিকে, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যারা এক সময় যুক্তরাষ্ট্রকে পূর্ণ সমর্থন দিত, এখন তারাও ইরানের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এইসব পরিবর্তন আমেরিকার চাপ প্রয়োগের হাতিয়ারকে কার্যত দুর্বল করে দিয়েছে।


পাশাপাশি ইরান এটাও প্রমাণ করেছে যে, তারা প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতেও দ্বিধাবোধ করেনা। গত দুই দশকে এই প্রথমবার ইরানের কর্মকর্তারা পরমাণু কর্মসূচির বিষয়ে খোলাখুলি ও দৃঢ় অবস্থান নিয়ে কথা বলেছেন। এটাও ইরানের প্রতিরক্ষা নীতিতে গভীর পরিবর্তনের আভাস। 


ইরানের ইসলামি বিপ্লবের ৪৫ বছরের ইতিহাসে দেখা গেছে যে, এই দেশটি বড় ধরণের সংকটের মুখে কখনো আত্মসমর্পন তো করেনি বরং সংকট ও চাপকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে।#  

ইরান কি শক্রর কাছে মাথানত করবে?

প্রকাশিত: ২০২৪-১২-১৭ ২০:৪৮:৩৮

দেবী দুর্গা বন্দনা

প্রকাশিত: ২০২৪-১০-১০ ১২:২৩:০৪

সর্বশেষ

জনপ্রিয়

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭