বৃহস্পতিবার ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

Logo
Add Image

রাজনীতি

দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান

প্রকাশিত: ২০২৫-০৫-১৪ ১৯:৩৯:২১

News Image

নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা অতি দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই। আমরা গণতন্ত্রে ফিরতে পারলেই জনগণের আকাঙ্খা পূরণ করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এটা কোন ফ্যাসিবাদী বাংলাদেশ হবে না। স্বৈরতন্ত্রের বাংলাদেশ হবে না। তাই গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণে আমরা চেষ্টা করে যাচ্ছি। 

 

আজ ১৪ মে, বুধবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

 

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার মীর মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহসভাপতি রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭