বৃহস্পতিবার ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

Logo
Add Image

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘাত

ভারতীয় অভিযান এখনও চলছে : আইএএফ

প্রকাশিত: ২০২৫-০৫-১২ ০০:৫০:২৭

News Image

অভিযান এখনও চলছে: ভারতীয় বিমান বাহিনী

ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলছে এবং সময় হলে এই বিষয়ে আরও তথ্য জানানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

 

হিন্দুস্তান টাইমসের খবরে লেখা হয়েছে, আজ রোববার (১১ মে) দুপুরে ভারতীয় বিমান বাহিনী এক্সে লিখেছে, অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী। জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তাভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল।

আইএএফ অফিসার উইং কমান্ডার ভ্যোমিকা সিং

 

পোস্টে দেশটির বিমান বাহিনী আরও লিখেছে, অভিযান এখনও চলছে, তাই আরও তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনী সকলকে জল্পনা-কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে।

 

কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে।

 

এই হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী দাবি করে গত ছয় ও সাত মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়।

 

পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা বলে। এরপর গতকাল শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭