বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৪-১৫ ১৯:১১:১৯
নিজস্ব প্রতিনিধি:
ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের রাফা ও গাজায় নিরস্ত্র মুসলিম নারী ও শিশুদের নির্বিচারে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু ও শামীমুর রহমান খান শামীম, মহব্বত হোসেন, সভাপতি মাহফুজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মনোয়ার হোসেন, জুয়েল, ফুয়াদ হাসান, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুক্তার হাসান (সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক মো. সজিব মিয়া (সাংবাদিক) প্রমুখ। এছাড়াও জেলা, থানা, ও পৌর ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা। অবিলম্বে ফিলিস্তিনির গাঁজা ও রাফায় নিরস্ত্র মানুষের উপর বর্বরতা ও নির্যাতন বন্ধের আহ্বান জানান।