বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

Logo
Logo

অর্থনীতি

ঈদের আগে রেমিট্যান্স প্রবাহে জোয়ার, ভাঙতে পারে রেকর্ড

প্রকাশিত: ২০২৫-০৩-২৩ ২২:২৫:৩১

News Image

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে জোয়ার লক্ষ করা যাচ্ছে। চলতি মাসের প্রথম ২২ দিনেই এসেছে ২৪৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৭৩৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এই গতি অব্যাহত থাকলে মার্চ মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মার্চের প্রথম ২২ দিনে গড়ে প্রতিদিন দেশে এসেছে ১১ কোটি ৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে, মাসের শেষে এই প্রবাহ তিন বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে, যা নতুন রেকর্ড সৃষ্টি করবে।

 

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ঈদ উপলক্ষে প্রবাসীদের স্বজনদের কাছে অধিক পরিমাণ অর্থ পাঠানোর প্রবণতা, হুন্ডির ব্যবহার কমে আসা, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেনে উৎসাহ প্রদান এবং বিনিময় হার প্রতিযোগিতামূলক হওয়া—এসব কারণেই রেমিট্যান্সের এই ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে।

 

মার্চের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ কোটি ৭৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

 

২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যথাক্রমে ২১৮ কোটি ৫২ লাখ ও ২৫২ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। অন্যদিকে, ২০২৩ সালে দেশে মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার এসেছে, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেকর্ড।

 

বিশ্লেষকরা বলছেন, বর্তমান ধারা বজায় থাকলে মার্চ মাসে নতুন রেকর্ড গড়তে পারে প্রবাসী আয়। অর্থনীতির স্থিতিশীলতা ও সরকারের নীতিগত সহায়তা থাকলে ভবিষ্যতেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকবে বলে আশা করা যাচ্ছে।





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭