বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

Logo
Logo

জেলা খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

প্রকাশিত: ২০২৫-০৩-২৩ ২১:২০:৫১

News Image

নিজস্ব প্রতিনিধি:
সারাদেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট-এ টাঙ্গাইলের ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

(২২ মার্চ) শনিবার বিকালে উপজেলার শিয়ালকোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল রবিবার সকালে সদর থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত খায়রুল ইসলাম তালুকদার পৌর এলাকার ঘাটান্দি গ্রামের মৃত জালাল উদ্দিন তালুকদারের ছেলে। এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, খায়রুল ইসলাম তালুকদারকে শিয়ালকোল থেকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার মামলায় আগামীকাল টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে আদালতে প্রেরণ করা হবে।
 





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭