রবিবার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ২০২৫-০৩-১১ ১৬:১৯:৪০
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান আরব এই দেশটিতে রক্তপাতের পাশাপাশি সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে নানা ধরনের বিদ্বেষী আচরণেরও নিন্দা জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার তেহরানে এক সাংবাদ সম্মেলনে বলেন, “সিরিয়ার সুনির্দিষ্ট কিছু অঞ্চলে গত কয়েকদিন ধরে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা সেখানকার নিরাপত্তাহীনতা ও সহিংসতার ব্যাপারে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি।”
বাকায়ি আরো বলেন, “আমরা এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি, যেকোনো ধরনের গণহত্যা বা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যেকোনো সহিংস পদক্ষেপ অগ্রহণযোগ্য ও অন্যায়।”
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের মানুষের ওপর গত কয়েকদিন ধরে নির্বিচারে হত্যাকাণ্ড চলছে বলে খবর আসার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ প্রতিক্রিয়া জানালেন।
গত দু’দিনে সেখানে অন্তত ১,০০০ মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক নাগরিক। তাদেরকে আটক করে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে।
ব্রিটেনভিত্তিক মনিটর গ্রুপ- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের নেতত্বাধীন সরকারের সমর্থিত ১২৫ মিলিশিয়া ও সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রায় ১৫০ সদস্য রয়েছে।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে গত বৃহস্পতিবার মূলত সংঘাতের সূচনা হয়। ওই অঞ্চলে দেশটির সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের বসবাস।
বাকায়ি এ সম্পর্কে বলেন, “আলওয়ি সম্প্রদায়ের ওপর হামলায় বিশ্ববিবেক আহত হয়েছে।” সিরিয়ার সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে এইচটিএসের নেতৃত্বাধীন সরকার এখন প্রকৃত পরীক্ষার সম্মুখীন বলেও তিনি মন্তব্য করেন।#