রবিবার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ২০২৫-০২-২৮ ১৯:৩৩:৫৭
নাহিদ ইসলাম
বাংলাদেশে জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি) আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।
আজ (শুক্রবার) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।
মিম বলেন, "আপনাদের মনে আছে- গত ৫ আগস্ট দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ; সে দুই বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি।"
আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণ–অভ্যুত্থানকারী ছাত্র–জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘আমরা সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই।’
নাহিদ ইসলাম জুলাই গণ–অভ্যুত্থানের ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগানটি তুলে ধরে বলেন, বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ।
তিনি বলেছেন, ‘“বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থি, পাকিস্তানপন্থি কোনো রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বির্নিমাণ করব।"
আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, "আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমাদের মাথায় রাখতে হবে বিদেশিদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কিন্তু কোন প্রেসক্রিপশন চাই না। আমরা যতদিন না পর্যন্ত নিশ্চিত করতে চাই, এই দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এদেশে একজন কামারের ছেলে মন্ত্রী-প্রধানমন্ত্রী হবে। আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। মত প্রকাশের স্বাধীনতা চাই, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই।" এরপরে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম বলেছেন, "আপনাদের কাছে অনুরোধ আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়বো। একটা জিনিস মনে রাখবেন, দিন শেষে দেশ ও দেশের মানুষকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি; তাহলে আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে এবং বিজয়ে দেখা হবে সবসময়।"
সারজিস আলম আরও বলেন, "আমরা এখানে ২৪ এর অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী যে লড়াই করেছি, খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি তারা সবাই এসেছি। আপনাদের কাছে অনুরোধ আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়বো এবং একটা জিনিস মনে রাখবেন দিন শেষে দেশ ও দেশের মানুষকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি; তাহলে আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে ও বিজয়ে দেখা হবে সবসময়।"
আজ (শুক্রবার) বিকেল ৪টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য দোয়া করতে বলা হয়।
‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
দলটির সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে প্রাঙ্গণ। এ সময় তাদের হাতে জাতীয় পতাকাসহ নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা যায়।
তরুণদের নতুন এই দলের আহ্বায়ক হলেন উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।#