শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জাতীয়

১ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার

প্রকাশিত: ২০২৫-০২-২৭ ২৩:০১:১৩

News Image

১ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

 

রাজধানীর গুলশান এলাকা থেকে ১ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মাহাদী হাসান (২৮)।

 

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০১:৩০ ঘটিকায় গুলশান থানার পুলিশ প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গুলশান থানা সূত্রে জানা যায়, জনৈক জাহিদ হাসান বনানী এলাকার বাসিন্দা। তিনি তার নামে রেজিস্ট্রেশনকৃত একটি TOYOTA LAND CRUISER (যার মূ্ল্য ১ কোটি ৬৫ লক্ষ টাকা) গাড়ি বিক্রয়ের জন্য তার পরিচিত জনৈক টিপু সুলতান নামে এক ব্যক্তিকে জানায়। গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় গাড়িটি মেরামতের জন্য একটি দোকানে নিয়ে যাওয়া হয়। গাড়িটি মেরামতকালে ওই দোকানের ম্যানেজারের মাধ্যমে গ্রেফতারকৃত মাহাদী গাড়িটি ক্রয় করতে আসে। মাহাদী একাধিকবার গাড়িটি দেখার পর গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে দুপুর ৩:০০ ঘটিকায় গাড়িটি চালিয়ে দেখাসহ তার মাকে দেখানোর কথা বলে টিপু সুলতানসহ গাড়িটি নিয়ে  গুলশান থানাধীন লেকপাড় সংলগ্ন বিলকিস টাওয়ারের সামনে যায়। মাহাদী সেখানে আগে থেকে  অবস্থানরত অজ্ঞাতনামা আরও ২/৩ জনের সহযোগিতায় টিপু সুলতানকে ভয়-ভীতি দেখিয়ে  ও হুমকি দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে ভিকটিম জাহিদ হাসান বাদী হয়ে গুলশান থানায় একটি চুরির মামলা দায়ের করে।  

 

মামলা রুজুর পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি মাহাদি হাসানের অবস্থান সনাক্ত করে বৃহস্পতিবার রাতে গুলশান থানার পুলিশ প্লাজার সামনে অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

 

তদন্তকালে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মাহাদি হাসান  ও তার সহযোগিরা গাড়ি চোর চক্রের সদস্য। সে ও তার সহযোগিরা রাজধানীতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ও প্রতারণার মাধ্যমে গাড়ি চুরির সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭