রবিবার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

Logo
Logo

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতারক চক্রের তিন সদস্য আটক

প্রকাশিত: ২০২৫-০২-১৫ ২০:১৮:৩৪

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতারক চক্রের তিন সদস্য আটক। গত শুক্রবার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শনিবার তিন প্রতারককে আসামি করে দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক কৃতরা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে শিহাব উদ্দীন (৩২), মানিকগঞ্জ সদরের পূর্ব দাশরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো: আনোয়ার হোসেন (৫৩) ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আটিয়া উলাইল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো: মোজাম্মেল হক (৪৪)। 

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিহাব উদ্দীন সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয় দিয়ে তার সহযোগী আনোয়ার হোসেন ও মোজাম্মেল হোসেন এর মাধ্যমে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আব্দুল খালেকের নিকট হতে তার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকার চুক্তিতে নগদ এক লক্ষ টাকা নেন। বাকি ৯ লক্ষ টাকা নিয়োগপত্র হাতে দেওয়ার পর পরিশোধ করতে হবে মর্মে ফাকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন প্রতারক চক্র। 

 

গত ২ ফেব্রুয়ারি চাকুরি প্রার্থী শ্রাবণ হোসেনকে চট্টগ্রাম সেনানিবাস এর ভিতর নিয়া বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগপত্র হাতে ধরিয়ে দেন। উক্ত নিয়োগ পত্রটি ভুয়া বলে সন্দেহ হলে চুক্তিবদ্ধ ৯ লক্ষ টাকা নেয়ার জন্য টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কাতুলী গ্রামে প্রতারক চক্রকে আসতে বলেন মামলার বাদী আব্দুল খালেক। 

 

শুক্রবার সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়দানকারী শিহাবউদ্দীন ও তার দুই সহযোগীকে নিয়ে লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামে আসলে তাদের আটক করে দেলদুয়ার থানার পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো: শোয়েব খান বলেন বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া সার্জেন্ট পরিচয়দানকারীসহ তিন প্রতারক চক্রকে আটক করা হয়েছে এবং নিয়মিত মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭