রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

Logo
Logo

বিনোদন

কোন কিছুর জন্য ক্ষমা চাইতে চাই না: তাপসী

প্রকাশিত: ২০২৪-০৭-৩১ ১৮:৪০:২০

News Image

তাপসী পান্নু

বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে অনেক সময়ই দ্বিতীয় জয়া বচ্চন বলা হয়ে থাকে। কারণ, দু’জনেই পাপারাজ্জিদের দেখলেই একইরকম ব্যবহার করেন। কারও সঙ্গেই ঠিকমতো কথা বলেন না। পাপারাজ্জিদের প্রতি তার আলাদা টান রয়েছে। যে কারণে তিনি প্রায়শই সমালোচিত হন। 

 
এখন অভিনেত্রী নিজেই জানিয়েছেন কেন পাপারাৎজিদের সঙ্গে তার এমন সম্পর্ক। তার বক্তব্য, ফটোগ্রাফাররা তাদের নিজস্ব সুবিধার জন্য অভিনেত্রীর বক্তব্য এবং ভিডিওর অপব্যবহার করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তাপসী পান্নু বলেন, ‘পাপারাজ্জিরা খুব ভালো করেই জানে যখন তারা অভিনেত্রীর খুব কাছে আসে বা তাকে চিৎকার করে বা তার গাড়ি তাড়া করে তখন কী সমস্যার মধ্যে পড়তে হয়। কোন কিছুর জন্য ক্ষমা চাইতে চাই না। ‘

 

অভিনেত্রী বলেন, ‘ওরা ছবি তুললেও, আমার কোন লাভ হয় না। আমার চলচ্চিত্রের জন্যও খুব একটা উপকার করেন না তারা। তাই তথাকথিত মিডিয়ার একাংশকে খুশি করার দরকার নেই। আমি তাদের সরাসরি মিডিয়া হাউজও বলি না। কারণ, তারা তাদের উদ্দেশ্যপূর্ণ করছে, যে কেউ তাদের পোর্টালের জন্য নানা ছবি তোলেন।’

 

তিনি আরও বলেন, ’আপনারা কেন ছবি তুলবেন হঠাৎ? আমাকে বলুন, ভালো কিছুর জন্য কি তুলবেন! আপনার ছবি তোলার শেষ পর সুসংবাদ কিছু পেয়েছেন?’ তার বিষয়ে নানা এমন ঘটনা ঘটে যা সত্যিই চাঞ্চল্যকর। তিনি পাপারাজ্জিদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। সবাই তাকে জিজ্ঞেস করেন কী এমন হয়েছে, যে এত কড়া ব্যবহার করেন সকলের সঙ্গে।

উল্লেখ্য, আগামী ৯ অগস্ট নেটফ্লিক্সে তাপসী পান্নুর ‘হাসিন দিলরুবা’ ছবির সিক্যুয়েলে দেখা যাবে। বর্তমানে তিনি প্যারিস অলিম্পিকে তার স্বামীকে সমর্থন করার জন্য বোনের সঙ্গে গিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে বোন শাগুনের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন এ অভিনেত্রী।





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭