রবিবার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

Logo
Logo

আন্তর্জাতিক

ইসরাইলই গাজা দখল করে আমেরিকার হাতে তুলে দেবে: ট্রাম্প

প্রকাশিত: ২০২৫-০২-০৭ ১৫:৩৪:৩০

News Image

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভ করে বলেছেন, গাজার বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধ শেষ হওয়ার পর এই উপত্যকার নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে আসবে, তবে সে কাজ করার জন্য কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না।

 

তিনি গতকাল (বৃহস্পতিবার) নিজ সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। ওই পোস্টে তিনি গাজাবাসীকে এই উপত্যকা থেকে বহিষ্কার করে সেটি দখল করার যে পরিকল্পনা আগে উত্থাপন করেছিলেন সে ব্যাপারে নতুন করে আরো বিভ্রান্তি ছড়িয়েছেন।

 

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে বলেন, “যুদ্ধ শেষে ইসরাইল গাজা উপত্যকাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।” ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেয়া ওই পোস্টে ট্রাম্প আরো বলেন, “এ কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সেনার প্রয়োজন হবে না! মধ্যপ্রচ্যের স্থিতিশীলতা বজায় থাকবে।”

 

গত সপ্তাহে ট্রাম্প প্রথম গাজাবাসীকে প্রতিবেশী দেশগুলোতে বিশেষ করে মিশর ও জর্দানে সরিয়ে নেয়ার পরিকল্পনা তুলে ধরেন। কায়রো ও আম্মানসহ প্রায় সব আরব দেশ এবং আরব লীগের পক্ষ থেকে বিবৃতি দিয়ে  ট্রাম্পের ওই আহ্বান প্রত্যাখ্যাান করা হয়। এছাড়া, খোদ গাজাবাসী ফিলিস্তিনিরা গত ১৫ মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা মোকাবিলা করে এই উপত্যকায় টিকে রয়েছেন। তারাও ট্রাম্পের আহ্বানকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

 

কিন্তু তারপরও গোঁয়াড় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দৃশ্যত তার পরিকল্পনা থেকে সরে আসতে নারাজ। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উয়িটকফ রিপাবলিকান সিনেটরদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বলেছেন, গাজা দখলের কথিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য ট্রাম্প সেখানে কোনো সেনা পাঠাবেন না এবং কোনো ডলারও খরচ হবে না। #





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭