রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
প্রকাশিত: ২০২৫-০২-০১ ২১:২৮:১৫
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করা লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কৃষাণ, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ নিয়ে মিছিল সহকারে সমাবেশে অংশগ্রহণ করেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাজানপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুঠোফোনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
ধোপাকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আনিছুল হকের সভাপতিত্বে, সদস্য সচিব এসএম শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, কৃষক দলের সভাপতি অধ্যাপক হাতেম আলী মিঞা, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিএনপি নেতা শাহজাহান ভিপি, মহিলা দলের সভাপতি নাজমা বেগম, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদসহ ধোপাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।